টাঙ্গাইলে গাড়িচাপায় বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী নিহত
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের গোল চত্বর এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় শাহ আব্দুল মঈন ওরফে অনিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে প্রকল্প কাজের (ওটিজি-জিভি) কোম্পানির সাইটের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দর গ্রামের মো. শাহ আব্দুল মোমেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, অনিক সকালে মোটরসাইকেলযোগে কাজে যাচ্ছিল। সেতু পূর্ব গোল চত্বর এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত গাড়ি চাপায় দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। এরপর পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএন