সেতুর অভাবে চরম দুর্ভোগে ১০ গ্রামের ৪০ হাজার মানুষ
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীর উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিবগঞ্জের প্রায় ৪০ হাজার মানুষকে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়িত হয়নি।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ওমরপুর ঘাটের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা জানায়, বাঁশের সাঁকোর উপর দিয়ে জমির উৎপাদিত ফসল,শাক-সবজি, বাগানের আম, বিভিন্ন ফল-ফসলাদি, মালামাল গাড়িতে পরিবহন করা যায় না। মানুষের মাথায় বহন করে পার করতে হয়। তাতে সময় ও খরচ দুটিই বেশি লাগে। ফল ফসলাদি নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় নদীতে পড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া-আসার একমাত্র পথ বাঁশের সাঁকো। বর্ষাকালে বাঁশের সাঁকো শিক্ষার্থীদের যেন মরণ ফাঁদ ! তাদের অনেক কষ্ট করে কাঁদা মাটি ও বাঁশের সাঁকো পার হতে হয়।
এ ব্যাপারে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো রবিউল ইসলাম বলেন, ওমরপুর ঘাটের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শ্যামপুর ইউনিয়ন ১-২ নম্বর ওয়ার্ডসহ ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে। মানুষের যাতায়াত, ওপারের জমি চাষাবাদসহ বিভিন্ন কাজে একটা সেতুর অভাবে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ওমরপুর ঘাট এলাকায় পাগলা নদীর উপর একটি সেতুর।
এসআইএইচ