জুমার নামাজ পড়া হলো না পুলিশ কর্মকর্তার
এ যেন মুহূর্তেই মৃত্যু! কে জানত, আজই তার জীবনের শেষ দিন। জুমার নামাজ পড়তে হেঁটে মসজিদে যাওয়ার পথে যাত্রীবাহী বাস কেড়ে নিল ফিরোজ আহমেদের (৪০) প্রাণ। পড়া হলো না জুমার নামাজ।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার লালপুর-বনপাড়া সড়কের হারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৪টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজ বনপাড়া হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, বনপাড়া হারোয়া মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় লালপুর থেকে বনপাড়াগামী রাফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ফিরোজকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর ওই বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ রাজশাহী থেকে আসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসজি/