জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম।
আটক চোরাকারবারী শাহাবুল ইসলামকে (৪৪) সোমবার রাতে উপজেলার সীমান্ত মেদিনীপুর গ্রাম থেকে স্বর্ণের বারসহ আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। শাহাবুল মেদিনীপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল কাজ করছিল। তখন সন্দেহভাজন শাহাবুল ইসলাম কৌশলে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। আটক শাহাবুল ইসলামের শার্ট ও প্যান্টের দুই পকেটে অভিনব কায়দায় লুকানো ছিল তিনটি প্যাকেট। যার মধ্য থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. শাহীন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শাহাবুল ইসলামসহ পলাতক ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলীর (৩০) বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/এএন