কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ
বেশ কিছুদিন ধরে সাগর থেকে কক্সবাজার সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসতে দেখা গেছে মৃত জেলিফিশ। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব মরা জেলিফিশের দুর্গন্ধ সৈকতের চারিপাশে ছড়িয়ে পড়ায় পর্যটক ও স্থানীয়রা বিরক্তি প্রকাশ করেছেন।
বুধবার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে একাধিক মৃত জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছ বেশ আঠালো ও নরম। এদের মধ্যে কোনোটি আকারে ছোট, কোনোটি বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ জানা যায়নি।
দেখা গেছে, সৈকতের ইনানী, হিমছড়ি, দরিয়ানগর, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানির তোড়ে ভেসে আসছে মৃত জেলিফিশগুলো। এসব জেলিফিশ ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ছে। মরা এ জেলিফিশগুলোর দুর্গন্ধে পর্যটকরা সৈকতে থাকতে পারছে না। এসব মাছ টানাটানি করছিল সৈকতের কুকুরগুলো। ছিঁড়ে ফেটে আলাদা করে একেকটা জেলিফিশ সৈকতের পুরো এলাকায় ছেয়ে যাচ্ছে। ফলে চরম দুর্গন্ধে দূষিত হয়ে উঠেছে সৈকতের পরিবেশ।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন বলেন, এটি স্থানীয়দের কাছে নুইন্না নামে পরিচিত। এসব জেলিফিশ (নুইন্না) গভীর সমুদ্রে অনেক সময় জেলেদের জালে আটকা পড়ে মারা যায়। গভীর সাগরে মারা পড়ে এসব মাছ তীরে ভেসে আসে।
ময়মনসিংহ থেকে আসা পর্যটক রহমান ও লিয়াকত বলেন, মৃত জেলিফিশগুলোর দুর্গন্ধে সৈকত পাড় দূষিত হয়ে উঠেছে। দ্রুতই এগুলো সরানো না গেলে গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এসব মরা জেলিফিশের কারণে সমুদ্র সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, এটা মাছগুলো মরার সময় নয়। হয়ত জেলিফিশগুলো উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় সৈকতের বালিয়াড়িতে উঠে আসছে।
এসএন