সন্ত্রাসী হামলায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন মারা গেছেন বলে জানিয়েছেন গাজী জাকির হোসেনের ভাইপো ও বারাকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক গাজী আলী বাকের প্রিন্স।
প্রিন্স জানান, ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১ টার দিকে তার চাচার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনরা ঢাকা থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি রওনা হবেন।
প্রিন্স আরও বলেন, গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটর সাইকেলে উপজেলার আড়ুয়া থেকে বারাকপুর ফেরার পথে বোয়ালিয়ারচরে পৌঁছালে ৮/১০ জন সন্ত্রাসী তার গতিরোধ করে।
এ সময় তারা তার চাচা জাকিরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পার্শ্ববর্তী খালে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
হামলার ঘটনায় গাজী জাকির হোসেনের বড় ছেলে গাজী আরাফাত হোসেন কাঈফ বাদি হয়ে ১৪ জুন দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৫/৬ জনকে আসামি করা হয়। দিঘলিয়া থানার ওসি আহসানুল্লাহ চৌধুরী জানান, এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এএজেড