ডোমারে চাল বোঝাই ট্রাক্টর উল্টে নিহত ২
নীলফামারীর ডোমারে চাউল বোঝাই ট্রাক্টর রিক্সা ভ্যানের উপর উল্টে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ডোমার উপজেলার ডোমার-জলঢাকা সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার মৃত শুকারু মামুদের ছেলে ভ্যানচালক আফসারুল ইসলাম ও ডিমলা বড় মসজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম।এ দুর্ঘটনায় লিমা আক্তার(২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তিনি নিহত জহুরুলের বোন বলে জানা গেছে।প্রথমে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
প্রতক্ষদর্শিরা জানায়, ঠাঁকুরগাও থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক্টর জলঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাক্টরের এক্সেল ভেঙে উল্টে গিয়ে অপর দিক থেকে আসা একটি ভ্যানে উপরে পড়ে। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা দুই যাত্রী চালের বস্তার নিচে চাপা পরে ঘটনাস্থলেই একজন নিহত হয়।অন্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভ্যানচালক আফসারুল ইসলাম মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় লিমাকে হাসপাতালে পাঠানো হয়।
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ হস্তান্তরের কার্যক্রম চলমান আছে।
এএজেড