১৩ ঘণ্টা পর বাঘাইহাট-মারিশ্যা সড়কে যান চলাচল স্বাভাবিক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা সড়কে প্রায় ১৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে ভারী যান চলাচল শুরু হয়েছে।
গতকাল রবিবার রাত ৮টার দিকে এ সড়কের দুই টিলা এলাকায় ঝড়বৃষ্টি ছাড়াই পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের একটি অংশ সড়কের উপর ধসে পড়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সোমবার সকালে সেনাবাহিনী ও সওজ মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পাহাড় ধসের সংবাদ পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর সঙ্গে মাটি সরানোর কাজে যোগ দেয় যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। রাতে সড়কের একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচলের পথ বের করা হয়। সোমবার সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ও সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় ভারী যান চলাচল।
এদিকে এদিন সকাল ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করেন।
ইউএনও রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ফলে মাঝে মধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এসজি/