'আওয়ামী লীগের উন্নয়ন মানেই সন্ধ্যা হলে অন্ধকার'
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন মানেই সন্ধ্যা হলে অন্ধকার। সরকারের সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ দেশের সকল খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিদ্যুৎ খাতে চরম সংকট, জ্বালানি মজুত তলানিতে ঠেকেছে, ডলারের মজুতও শেষ হয়ে যাচ্ছে।
রবিবার (৩১ জুলাই) বিকালে শহরের নওযোয়ান মাঠে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ বলছে দেশ নাকি উন্নয়নের মহাসড়কে চলছে। বাস্তবতা হলো দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পথে হাঁটছে। আওয়ামী লীগ সরকার কারও সুবুদ্ধি শুনবে না। ভালো কথায় আর কাজ হবে না। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা না গেলে দেশের জনগণের অবস্থা আরও শোচনীয় হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিন। শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক আসছে। বিএনপির নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে আন্দোলনে শামিল হয়ে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে। জনগণকে একটি শান্তিময় রাষ্ট্র উপহার দিতে হবে। এ জন্য সবাইকে এক হয়ে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নেই।
আওয়ামী লীগের উদ্দেশ্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা মিথ্যা মামলায় মুক্তি দিচ্ছেন না। খালেদা জিয়াকে বিএনপি, সহযোগী সংগঠন ও দেশের মানুষ আন্দোলন করে মুক্ত করে আনবে। মাননীয় প্রধানমন্ত্রী একসময় আপনি রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন না কিন্তু দেশের প্রতিটি নাগরিকের নামে যে প্রায় ৫ হাজার মার্কিন ডলার মাথাপিছু ঋণ করেছেন সেটা পরিশোধ করবে কে? চারদিকে দুর্নীতি আর সন্ত্রাসের স্বর্গ গড়ে তুলেছে এই সরকার।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরী, সহ-সভাপতি সামিনা পারভিন পলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মো. ফারুক, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এসজি/