সিরাজগঞ্জে জাতীয় জুটমিল চালু ও বকেয়া পাওনার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ হয়ে যাওয়া দেশের সকল জুটমিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারীরা। রবিবার সকালে সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুটমিল প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী পরিষদের যুগ্ন আহবায়ক সেলিম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ সারাদেশের পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। অথচ শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি। যার ফলে শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় জাতীয় জুটমিলটি ইতিমধ্যে রহিদ গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানিকে লিজ দেয়া হয়েছে। সমাবেশে মজুরি কমিশনের এরিয়াসহ সকল বকেয়া পরিশোধ ও রাষ্টীয় মালিকানায় মিল পুনরায় চালু করার দাবী জানানো হয়। অন্যত্থায় আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।