'ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে'
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমানে বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে এবং পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতের নেতারা আজ উস্কানি দিচ্ছে। তাতে কান দিবেন না। শুধু মিথ্যা রটানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
এসজি/