সড়কে জন্ম নেওয়া সেই নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে
ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) থেকে আজিমপুর ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
শিশুটিকে লালন-পালনে পরিবারের সামর্থ্য না থাকায় জন্মের ১৪ দিন পর চিকিৎসা শেষে আজ (২৯ জুলাই) শুক্রবার সকালে শিশুটিকে হস্তান্তর করেন চিকিৎসকরা।
এ ব্যাপারে ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, গত ২৬ জুলাই শিশুটি সুস্থ হয়ে উঠলে তার লালন-পালনের দায়িত্ব নিয়ে দেখা দেয় জটিলতা। পরে শিশুটিকে লালন-পালনে দাদার সামর্থ্য পায়নি জেলা শিশু কল্যাণ বোর্ড-এমন প্রতিবেদনে ঢাকার আজিমপুর ছোটমনি নিবাসে শিশুটিকে হস্তান্তর করা হয়।
শুরু থেকেই সবার সহযোগিতা পেয়ে কান্না জড়িত কণ্ঠে সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন শিশুটির দাদা।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ত্রিশালে একটি সড়ক দুর্ঘটনায় মা, বাবা এবং বোন মারা গেলেও অলৌকিক ভাবে ভুমিষ্ঠ হয় এই নবজাতকের। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহরের লাবীব হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ১৮ জুলাই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিউ বিভাগে ভর্তি করা হয়।
এসআইএইচ