রোহিঙ্গার বসতঘরে মিলল ১০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। জব্দকৃত এসব মাদকের মূল্য ৩০ লাখ টাকা।
আটক রহিমুল্ল্যাহ (৩০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি ব্লকের বাসিন্দা আবু তাহের ছেলে। শুক্রবার (২৯ জুলাই) ভোরে ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (মিডিয়া) কামরান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ জুলাই) রোহিঙ্গা রহিমুল্ল্যাহর বসতঘরে অভিযান পরিচালনা করে এপিবিএন পুলিশ। সেখানে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ঘরের একটি স্থান থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় রহিমুল্ল্যাহকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ
