আত্মসমর্পণকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ
কক্সবাজারে মোর্শেদ বলী হত্যা মামলার অন্যতম দুই আসামি আব্দুল মালেক ও কলিম উল্লাহ্ র আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে বাদী ও বিবাদীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে তারা আত্মসমপর্ণ করে। অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মামলার বাদী জাহেদ আলী ও তার ছোট ভাই সাজ্জাদ আলীকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।
এর আগে থেকে আদালত চত্বরে অবস্থান নেয় মোর্শেদ বলীর স্বজনেরা। তারা ব্যানার নিয়ে অবস্থান করে আসামিদের জামিন বাতিল ও শাস্তি দাবি করে বিক্ষোভ করে। সেখানে তখন অবস্থান করে আসামি পক্ষের লোকজনও। ফলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। সকাল ১০ থেকে দুপুর দেড়টা পর্যন্ত থেমে থেমে এই ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানিয়েছেন, মোর্শেদ বলী হত্যা মামলার দুই আসামিকে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই আসামিরা আদালতে আসলে বাদিপক্ষের লোকজনের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এএজেড