ভোটের ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষ
পুলিশের গুলিতে নিহত শিশু, অবরুদ্ধ ওসি
ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুই বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। বুধবার(২৭ জুলাই) জেলার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ভাংবাড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। এ ঘটনায় রানীশৈংকৈল ওসি জাহিদ ইকবালকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অর্ধ শতাধিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটের ফলাফল দেখতে শিশুকে নিয়ে ওই ইউনিয়নে ভাংবাড়ি কেন্দ্রে যান নিহত শিশুর মা। সেখানে ভোটে ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে শিশুর মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুড়তে বাধ্যহয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ দফায় জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন। এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এএজেড