বৌভাতের দিনে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনায় বিয়ের দুই দিন পর বৌভাত অনুষ্ঠানের দিনে বর কামাল হাওলাদারের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।
তিনি জানান, বুধবার (৬ জুলাই) বিকালে আমতলী উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কামাল হাওলাদার একই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (৪ জুলাই) একই উপজেলার টিয়াখালী গ্রামে কামালকে বিয়ে করিয়ে বৌ তুলে আনা হয়। বুধবার বর কামালের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, বুধবার দুপুরে বর-কনেকে আনুষ্ঠানিকভাবে গোসল করানোর প্রস্তুতি নেয় পরিবার। কিন্তু ওইদিন সকালে কামাল বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কামালের ব্যবহৃত মোবাইল নাম্বর বন্ধ পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এরপর বিকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বিলের মধ্যে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
