একই গ্রাম থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় একই গ্রাম থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন-আগপাড়া গ্রামের আয়নাল হকের একমাত্র ছেলে মেহেদি হাসান রাব্বি (১৬) এবং শামসুল হকের মেয়ে, বুদ্ধি প্রতিবন্ধী ও তালাকপ্রাপ্ত কোহিনুর বেগম (২৩)। রাব্বি সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এসএসসি পরিক্ষার্থী মেহেদি হাসান রাব্বি সোমবার সন্ধ্যায় পড়তে না বসায় তার মোবাইল ফোম কেড়ে নেয় মা। এ সময় সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে আবারও অনুসন্ধানের এক পর্যায়ে বাড়ির পাশের পরিত্যক্ত রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।
অপরদিকে মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা কোহিনুরের মরদেহ নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তিনি আরও জানান, বুদ্ধি প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত ওই নারীর লাঠির আঘাতে গত বছরের ২৮ অক্টোবর তাঁর বাবা মারা যান। ওই মামলায় গত ২৭ এপ্রিল তিনি জামিনে বের হয়ে বাড়ি আসে।
এ বিষয়ে কোহিনুরের মা আনিছা বেগম জানান, সে মাঝেমধ্যে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করত। গত রবিবার একাই বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে সোমবার বাড়ি আনা হয়। মঙ্গলবার সকালে হঠাৎ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে ঘরের জানালা ভেঙে মরদেহ বের করা হয়।
এসআইএইচ
