গঙ্গাচড়ায় প্রতীক পোড়ানোর মামলায় আটক ১
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীকে আগুন দেওয়ার ঘটনার মামলায় একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার নোহালী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে আগুন দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল বাদি হয়ে সোমবার (২০ ডিসেম্বর) মামলা দায়ের করেন। একই দিন লাঙল প্রতীকের কর্মী রাকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের বাসিন্দা।
গঙ্গাচড়া থানা পুলিশ জানায়, শনিবার রাতে পূর্ব কচুয়া বাঁধের পাড় এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর প্রতীক নৌকায় আগুন দেওয়া হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারও ছিঁড়ে ফেলা হয়।
এ ঘটনায় নৌকার প্রার্থী আবুল কালাম দায় চাপিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর ওপর। তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে লাঙলের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’
এদিকে জাপার লাঙল প্রতীকের প্রার্থী আশরাফ আলী বলেন, ‘টিটুলের অভিযোগ ভিত্তিহীন। আমার জনপ্রিয়তায় প্রতিবন্ধকতা তৈরি করতে টিটুল ও তার লোকেরা পরিকল্পিতভাবে নিজেরাই নৌকার পোস্টার পুড়িয়ে আমার কর্মী-সমর্থকের ওপর দোষ চাপাচ্ছে।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল ইসলাম নামে একজনকে থানায় আনা হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এসএন