রমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে রংপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩য় তলার ৭ নং ওয়ার্ডের মানসিক বিভাগে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, একজন মানসিক রোগী ওয়ার্ডের বেডের ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।
ওয়ার্ড ইনচার্জ শামিমা পারভীন কুলসুম বলেন, ৭ নং ওয়ার্ডে চর্ম, যৌন, হেমাটোলজি, নিওরো মেডিসিন, হেপাটোলজি, রেসপেকটরি মেডিসিন, মানসিক বিভাগসহ মোট সাতটি বিভাগ রয়েছে। এর মধ্যে মানসিক বিভাগের এক রোগী ভুলবশত আগুন ধরিয়ে দিলে শর্ট সার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে বারান্দা ও ডাক্তারের চেম্বার পর্যন্ত পৌঁছে যায়।
তিনি বলেন, এতে ৪০টি ম্যাট্রেস, ১০টি বেড, কম্পিউটার ও একটি ল্যাপটপ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগীদের সরিয়ে নেওয়ার কারণে কেউ আহত হননি।
ওয়ার্ডের এমএলএসএস ফিরোজ কবির খোকন বলেন, আগুন দাউ দাউ করে উপরে উঠে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো না পৌঁছালে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।
অগ্নিকাণ্ডের সময় সংশ্লিষ্ট ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডের রোগী ও স্বজনরা ছোটাছুটি করে বের হয়ে যায়।
লালমনিরহাট কালিগঞ্জের আনজুমান বেগম বলেন, ‘আমরা আগুন লাগার কথা শুনেই ছুটে বেড়িয়ে এসেছি।’
আরেক রোগী হামিদুল বলেন, আমি ধোঁয়া দেখে বেড ছেড়ে বেরিয়ে গেছি। এই ওয়ার্ডের সব রোগী আমার মতো বের হতে পেরেছে।
এবি/এএন