বরগুনায় ২০০ লিটার তেল জব্দ করে আগের দামে বিক্রি
বরগুনায় বিশেষ অভিযানে ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত ক্রেতাদের মাঝে আগের দামে বিক্রি করেছেন বরগুনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) দুপুরে বরগুনা সদর উপজেলার আয়লা বাজারে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
জানা যায়, জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১৩ মে) সকাল থেকে আয়লা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বোতলের গায়ের মূল্য উঠিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় একটি গুদাম থেকে আগের মূল্যের ২০০ লিটার মজুত করা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত সয়াবিন তেল উপস্থিত ক্রেতাদের মাঝে আগের দামে বিক্রি করা হয়।
বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট পাইকার ও খুচরা ব্যবসায়ীর গুদাম ও দোকান থেকে আগের মূল্যের প্রায় ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেল উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে গায়ে লিখিত মূল্যে দোকানিদের মাধ্যমে বিক্রি করা হয়।
এমএসপি