মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বেরোবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে দায়িত্বহীনতা, স্বেচ্ছাচারিতা, হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ এনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।জনি পারভীনকে বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, জনি পারভীন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে অনুপস্থিত থেকেছেন। অনুপস্থিত থাকা অবস্থায় জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে দায়িত্ব দেন না। এ কারণে অর্থনীতি বিভাগ নানা সমস্যায় ভুগছে। এমনকি দীর্ঘ ১ বছর ৭ মাস বিভাগে কোনো একাডেমিক কমিটির সভা করেননি। ফলে দীর্ঘ সেশনজটে শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভীন তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে ঢাকাপ্রকাশকে বলেন, ‘যারা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, শিক্ষার্থীদের রেজাল্ট না দিয়ে আটকে রেখেছে, তিনটি একাডেমিক মিটিং-এ আসেনি, তারাই আজ আন্দোলন করছে। আমি বিষয়টি ভিসি স্যারকে জানিয়েছি। তাদের এ অন্যায় মেনে নেওয়া যায় না। পুরো বিষয়টি আমি প্রেস কানফারেন্স করে জানাবো।’

একে/এএন

Header Ad
Header Ad

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু  

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক বন্ধু। এ ছাড়া আটক করা হয়েছে ট্রাক চালককে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাতী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)।

নিহত দুইজন ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ বলেন, “ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিল। তারা আমার সঙ্গেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা ট্রাকচালকের কঠোর শাস্তির দাবি জানাই “

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলযোগে শুভ, ইমন ও রবিন নামের তিন যুবক ইপিজেডের সামনে দিয়ে আদমজীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত (থ্রি-হুইলার) অটোরিকশাকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে শুভ ও ইমন ঘটনাস্থলেই নিহত হন। তবে রবিন ভাগ্যক্রমে বেঁচে যান।

এদিকে এ ঘটনায় ট্রাকসহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেনকে (৫৩) আটক করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

Header Ad
Header Ad

এলপিজি গ্যাসের সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি  

ছবিঃ সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি থেকে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

এ পরিস্থিতিতে এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিয়েছে।

এই আদেশ গত ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলেও জানিয়েছে এনবিআর।

Header Ad
Header Ad

অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে  

ছবিঃ সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) কাতারের দোহায় বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। এর কিছু আগে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রায় বাস্তবায়নের পথে বলে স্বস্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র নীতিতে নিজের অর্জনের কথা বলার প্রেক্ষাপটে সোমবার বাইডেন বলেছেন, এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। হামাসের শুরু করা যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক জনগণ দুঃসহ সময় অতিক্রম করেছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে তাদের জন্য ব্যাপক পরিসরে ত্রাণ সহায়তা নিশ্চিত করা যাবে।

চলমান আলোচনা প্রক্রিয়া সম্পর্কে অবগত নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ও হবু প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনায় মাঝরাতের দিকে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছান সবাই। সোমবার রাতেই ইসরায়েল ও হামাসের কাছে চুক্তির খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রায় বছরখানেক ধরে কোনও অগ্রগতি ছাড়াই যুদ্ধবিরতির আলোচনা চলছিল। এবারের প্রচেষ্টা সফল হলে তা হবে ইসরায়েলি বন্দিদের মুক্তির বৃহত্তম ঘটনা। যুদ্ধের শুরুর দিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শতাধিক জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার সাংবাদিকদের বলেছেন, এবার বোধহয় চুক্তিটি চূড়ান্ত করা যাবে। উভয়পক্ষই সমঝোতার খুব কাছাকাছি আছে।

চুক্তি বাস্তবায়ন হওয়া এখন হামাসের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চূড়ান্ত চুক্তির বিষয়ে নিজেরাও আগ্রহী বলে দাবি করে আসছে হামাস।

এ বিষয়ে হামাসের এক কর্মকর্তা বলেছেন, মৌলিক কিছু বিষয়ের আলোচনায় অগ্রগতি হয়েছে। বাকি ইস্যুগুলো চূড়ান্ত করতেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির প্রস্তাবনা অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে হামাস। এখন পর্যন্ত গাজায় ৯৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা দেশটির কর্তৃপক্ষের।

গাজা যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। ফিলিস্তিনি স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি ছিল হামাস। অন্যদিকে, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ক্ষান্ত দেবে না বলে অঙ্গীকার করে থাকা ইসরায়েল এসব শর্ত মেনে চুক্তি বাস্তবায়নে আগ্রহী ছিল না।

চুক্তিতে কী কী বিষয় থাকছে

১। চুক্তির প্রথম ধাপে শিশু, নারী, বয়স্ক এবং আহত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।

২। ১৬ দিন পর দ্বিতীয় ধাপের আলোচনায় বাকি জীবিত জিম্মি এবং মৃতদেহ ফেরতের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

৩। ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে দাঁড়াবে।

৪। নিরস্ত্র বাসিন্দাদের উত্তর গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেককে একটি সময়সীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু  
এলপিজি গ্যাসের সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি  
অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তের পথে  
রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ, ঢাকার কড়া প্রতিবাদ
এ বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি  
নাইজেরিয়ায় কৃষকদের জড়ো করে গুলি, নিহত অন্তত ৪০
দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা
এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব