জাককানইবির ৫৭ একর হয়ে উঠেছিল ৭১-এর রেসকোর্স
ঘড়িতে তখন বিকাল ঠিক ৩টা ১৫ মিনিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে উঠলেন। স্লোগান মুখরিত হয়ে উঠলো পুরো রেসকোর্স ময়দান। ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্স ময়দানের আদলে সাজিয়ে বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে দেশের সর্ববৃহৎ পরিবেশ নাটক জয় বাংলা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা বাশের লাঠি নিয়ে মিছিল করে শেখ মুজিবের সমাবেশে আসতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে ছিল বিদেশি গণমাধ্যমকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের পুরো ৫৭ একরকে ব্যবহার করা হয়েছে মঞ্চ হিসেবে।
১০০ মিনিটব্যাপী পরিবেশ নাটকে মুক্তির গানের দলের ভূমিকায় দেখা গেছে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীদের। সমাবেশ শুরুর আগে ত্রিশালের বিভিন্ন জায়গায় সমাবেশে যোগ দিতে ট্রাকে করে গণসঙ্গীত পরিবেশন করে মুক্তির দল।
নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন সঙ্গীত বিভাগের শিক্ষক ড. সুবীর কুমার চক্রবর্ত্তী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ।
নাটকে ১৪০০ জনের অধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ স্থানীয় মানুষ অংশ নেয়। নাটকটি মঞ্চস্থ করতে অর্থনৈতিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আয়োজনটির রচনা ও পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার।
এ সম্পর্কে মাজহারুল হোসেন তোকদার ঢাকাপ্রকাশকে বলেন, ‘জয় বাংলা’ এই নাটকের গল্প ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের স্লোগান, মিছিল ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নির্ভর। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী অভিনয় করেছেন। এই নাটকের মূল চরিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
একে/এএন