হরতালে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হরতাল ধর্মঘট রাজনৈতিক দলগুলো করতে পারে। আমরা আশা করব তারা কোনো ভাঙচুর করবে না। ধংসাত্মক কাজ করবে না। জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে না। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত 'পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে ২৮ মার্চ বাম দলগুলোর হরতাল আহ্বান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, সারাবিশ্বে কিন্তু তেলের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ বাড়েনি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের জন্য আমাদের পরিবহনের যে ব্যয় তা প্রায় তিনগুণ বেড়েছে। আমাদের দেশে তেল আমদানি করা হয়। আমাদের দেশ অনেক কিছু আমদানি নির্ভর। আমদানি পর্যায়ে দাম অস্বাভাবিক বেড়েছে। তার প্রভাব বাজারে কিছু পরেছে তা অস্বাভাবিক কিছু নয়। প্রধানমন্ত্রী মূল্য সহনীয় রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট এবং ট্যাক্স কমিয়ে দিচ্ছেন। টিসিবির মাধ্যমে সবার কাছে সুলভ মূল্যে পৌঁছানো হচ্ছে পণ্য। তেলের দাম পিঁয়াজের দাম অনেক কিছু এখন নিম্নমুখী। আমাদের প্রচেষ্টার কোন অভাব নেই। তারপর যদি কেউ হরতাল ডাকে আমাদের কিছু বলার নেই। আমাদের আবেদন থাকবে তারা যেন কোন ধ্বংসাত্মক কিছু না করে।
উল্লেখ্য ১৯৩০ সালের ১৮ এপ্রিল, চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা যে অস্ত্রাগার দখলে নিয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই অস্ত্রাগার সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে 'পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ জাদুঘরের উদ্বোধন করেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ জাদুঘর নির্মাণ করেন।