ধানক্ষেতে মিলল নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ
রাতে নিখোঁজের পর সকালে প্রতিবেশীর বাড়ির পাশে ধানক্ষেতে মিলল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের (৫০) মরদেহ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ফরহাদ হোসেন বরাইদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।
এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, বুধবার (২৩ মার্চ) বিকালে উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ-খবর নিতে থাকেন। তবে রাতে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে প্রতিবেশী মাহিন্দ্র মন্ডলের বাড়ির পাশে তাঁর লাশ পড়ে থাকেতে দেখেন এলাকাবাসী।
এরপরে খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে আসেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলমসহ পুলিশ সদস্যরা। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘তিনি (ইউপি সদস্য ফরহাদ হোসেন) সর্বদা হাস্বজ্বল ব্যক্তিত্বের ছিলেন। কারো সঙ্গে কোনও বিষয়ে কখনো দ্বন্দ্বে জড়ায়নি। পরিষদে তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, জনগণও তাকে পছন্দ করত।’
এসআইএইচ