রংপুরে শুরু হচ্ছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা। বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী চলবে এই মেলা।
বুধবার (২৩ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্।
লিখিত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণি শোভন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌস পলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
তিনি আরও বলেন, বিভাগীয় এই মেলায় শুধুমাত্র এসএমই উদ্যোক্তারা তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। সারা দেশের (স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে) ৬৫টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছেন। মেলায় রয়েছে পাটজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যাডিক্রাফটস এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্য। মেলার পঞ্চম দিনে (২৮ মার্চ) বিকাল ৪টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এসআইএইচ