বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাটকের নামে আপত্তিকর নাচ-গান, যাত্রা
বরগুনায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাটকের নামে প্যান্ডেল তৈরি করে আপত্তিকর নাচ-গান, যাত্রাপালা প্রদর্শন ও চেয়ার বাণিজ্যের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ মার্চ) রাত থেকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ২৩ ও ২৪ মার্চ দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা বাজার কমিটি।
ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, রাত ১০টার পর নাটক ও গভীর রাতে যাত্রাপালা ও নাচ-গানের আয়োজন করা হয়েছে।
বুধবার রাতে দেখা যায়, যাত্রাপালা মঞ্চস্থ করতে এনআই আলম কিন্ডার গার্ডেনের সামনের মাঠে টিনের বেড়া দিয়ে বিশালাকারে প্যান্ডেল করা হয়েছে। চারিদিকে টিন দিয়ে আটকে ছোট একটি প্রবেশ গেট তৈরি করা হয়। ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দশনার্থীদের চেয়ারে বসতে ১০০ থেকে ২০০ টাকা মূল্য পরিশোধ করতে হচ্ছে।
এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনকে পুঁজি করে নাটকের নামে যাত্রাপালা প্রদর্শন, আপত্তিকর নাচ-গানের আয়োজন ও চেয়ার বানিজ্য প্রতিটি বিষয় অবমাননাকর।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলেও আয়লা বাজার কমিটির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ওনারা সাংষ্কৃতিক অনুষ্ঠানের জন্য আবেদন দিয়েছিলেন। যদি সেখানে আপত্তিকর কিছু হয় তবে জেলা প্রশাসন চাইলে আমরা পদক্ষেপ নেব।
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, প্যান্ডেল করে টাকা নিয়ে বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠান করার কোনও সুযোগ নেই। আমি এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।
এসআইএইচ