ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. রমজান হোসেন (৪) ও অজ্ঞাত (৩৫)।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে ফেনী পৌরসভার উত্তর চাড়িপুর আলিম উদ্দিন সড়কের বাসিন্দা আশরাফ হোসেনের ছেলে রমজান হোসেন বাসা থেকে বের হয়ে সড়কের ওপর চলে আসে। এ সময় একটি দ্রুতগতির ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটির মাথায় আঘাত লেগে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফেনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অপর দিকে দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম ঠিকানা জানা যায়নি। তার গায়ের রং শ্যামলা, আকারে কিছুটা খাটো, পরনে নতুন চেক লুঙ্গি, দাড়ি নেই, গোঁফ আছে, মাথায় টুপি ছিল। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান,তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএন