সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মারা গেছেন
মাহবুবুর রহমান তালুকদার। ছবি: সংগৃহীত
দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মাহবুবুর রহমানের ব্যক্তিগত সহকারী এস এম নুরুল্লাহ ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পর মাহবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পরে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে কখন ও কোথায় তার দাফন করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
মো. মাহাবুবুর রহমান তালুকদার ১৯৭২-৭৩ সালে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩-৭৪ সাল পর্যন্ত তিনি কলাপাড়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৮ সালে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ সাল থেকে তিনি থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের কাদের-চুন্নু এবং জালাল-জাহাঙ্গীর পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
দলীয় প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি একাদশ সংসদে দলীয় মনোনয়ন পাননি। আর দ্বাদশ সংসদ নির্বাচনে লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।