স্ত্রীকে নিয়ে যাওয়ায় শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই
শ্বশুরবাড়িতে আগুন দিয়েছেন জামাই। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে নিয়ে যাওয়া এবং বিরোধে জেরে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে বাউফল পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জয়নাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (২৫) ২-৩ বছর আগে আপন চাচা রফিক হাওলাদারের মেয়ে আঁখিনুরকে (২২) পরিবারের অসম্মতিতে জোর করে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলে আসছিল। ফয়সাল মাদক সেবন করে প্রায়ই স্ত্রী আঁখিনুরকে মারধর করতেন। এ কারণে আঁখিনুর অধিকাংশ সময়ই বাবার বাড়ি থাকতেন।
ফয়সাল ও আঁখিনুরের বাবাসহ এক চাচা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। ঘটনার আগের দিন রোববার রাতে ফয়সাল তার স্ত্রী আঁখিনুরকে জোর করে শ্বশুরের ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তার তার বাবা রফিক হাওলাদার আঁখিনুরকে উদ্ধার করে নিয়ে আসে।
এতে ক্ষুব্ধ হয়ে ফয়সাল সোমবার বেলা ১১টার দিকে শ্বশুরের ঘরে গিয়ে হামলা করে টিভি, ফ্রিজ ও অন্যান্য মালামাল ভাঙচুর করে। এ ঘটনার পর রফিক হাওলাদার থানায় অভিযোগ করলে দুপুর ১টার দিকে ওই বাড়িতে পুলিশ গেলে ফয়সাল গা ঢাকা দেয়। পুলিশ চলে আসার পর দুপুর আড়াইটার দিকে ফয়সাল ফের বাড়ি এসে তার শ্বশুর রফিক হাওলাদারের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পাশে থাকা অপর চাচা শ্বশুর শাহআলমের ঘরটিও পুড়ে যায়। অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।