বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে নববধূকে আনলেন ছেলে
সদ্য বিবাহিত ডাক্তার দম্পতি। ছবি: সংগৃহীত
বাবার শখ ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে পুত্রবধূ বাড়ি নিয়ে আসবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন চিকিৎসক পুত্র তৌফিকুল ইসলাম রনি।
শবিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় প্রথবারের মতো কুয়াকাটার নববধূ চিকিৎসক নীলিমা আফরিন নওমীকে নিয়ে হেলিকপ্টার চড়ে নিজের বাড়ির পাশের মাঠে নিয়ে আসেন। এ সময় নবদম্পতিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা।
বর তৌফিকুল ইসলাম ও নববধূ নিলিমা আরফিন নৌমি ডাক্তারি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। এখন উভয় ইন্টার্ন করছেন। কুয়াকাটায় মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন এ নবদম্পতি।
বর তৌফিকুল ইসলাম রনি ও কনে নীলিমা আফরিন নওমী দুজনই ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। বর পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মো. মানিক মিয়া ও মোসা. তাজিনুর বেগম দম্পতির ছেলে। কনে শরীয়তপুরের কাজিয়ারচরের মো. নুরুজ্জামান বেপারী ও নাজমুন নাহার দম্পতির মেয়ে।
বরের বোন ফারজানা আক্তার সাথী বলেন, রনি যখন ছোট তখন থেকেই কাকার স্বপ্ন ছিল ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। কাকার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বউ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।
তৌফকিুল ইসলাম রনির বন্ধু মো. শামীম বলেন, বন্ধু বিয়েতে নববধূকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এসেছে। সত্যি ভালো লাগছে। আমরা সকলে খুশি।
হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে চিকিৎসক তৌফকিুল ইসলাম রনি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবার খুব ইচ্ছা আমি চিকিৎসক হব এবং বিবাহের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকাপ্টারে করে বউ আনলাম।