বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন
বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন। ছবি: সংগৃহীত
বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশই পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর বগুরা রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে।
শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র অফিসার রবিউল আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনি বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।