ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ঘূর্ণিঝড় মোখা আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে এর প্রভাবে ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে থেমে থেমে হালকা বাতাস বইছে।
এ বিষয়ে ভোলা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার মাহবুবর রহমান ঢাকাপ্রকাশ-কে জানান, সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে নদীর তীরে বাতাসের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে লোকালয়ে বাতাসের পরিমাণ স্বাভাবিক রয়েছে। আজ রবিবার (১৪ মে) বিকাল ৩টার মধ্যে ঝড়টি উপকূলীয় জেলাসমূহ অতিক্রম করতে পারে বলে জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, মেঘনার পানি সকাল ১১ পর্যন্ত
বিপৎসীমার সাড়ে ৪ ফুট নিচে রয়েছে। এখন মেঘনায় ভাটা চলছে। রাত সাড়ে ১০টার দিকে জোয়ার হবে।
এসআইএইচ