নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় চলাচল করছে স্পিডবোট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ভোলার নৌ ঘাটগুলোতে সতর্কতা প্রচার করছেন কোস্টগার্ড,নৌ-পুলিশ ও জেলা পুলিশ। তবুও থেমে নেই ভোলা-লক্ষীপুর নৌ-রুটে যাত্রী পারাপার।
প্রসাশনের সতর্কতা সংকেত মানছে না স্পিডবোট চালক ও সাধারণ যাত্রীরা। ১০/১২ জন করে যাত্রী নিয়ে প্রতিটি স্পিডবোট জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে।
অন্যদিকে নৌ চলাচল বন্ধ রাখার আদেশে অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী পারাপার করতে দেখা যায় স্পিডবোট চালকদের। ভোলা থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রীরা বলেন, আমরা জনপ্রতি ১ হাজার টাকা করে ভাড়া দিয়ে পার হচ্ছি।
এ বিষয়ে স্পিডবোট চালক জহিরুল ইসলাম বলেন, ভাই আপনারা এখান থেকে চলে গেলে আমাদের আর চলাচল করতে কোনো বাধা নেই।
তবে ইলিশা ঘাট এলাকায় প্রসাশনের যথেষ্ট নজরদারি থাকায় স্পিডবোট চালকরা বিকল্প ঘাট হিসেবে ব্যবহার করছেন ভেরিবাদ সংলগ্ন তেমাথা ঘাট।
ভোলার তেমাথা ঘাট, জোড় খাল ঘাট ও তুলাতলি ঘাটের জেলেরা বলেন, সবকিছু স্বাভাবিক আছে। এখনো জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েনি। তবে জেলেরা সতর্ক রয়েছেন, তাদের মাছ ধরার কোনো ট্রলার ছেড়ে যায়নি। এখানকার সকল জেলেরা ইতিমধ্যে নিরাপদ স্থানে চলে এসেছেন।
স্পিডবোট চলাচলের বিষয়ে ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ আক্তার হেসেন বলেন, সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকার আদেশ রয়েছে। তবে চুরি করে স্পিডবোট চলাচল করছে। আমারা বিষয়টি দেখব।
এসআইএইচ