ভোলায় শিকল বন্দী নারীর মরদেহ উদ্ধার
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে খাল থেকে শিকল বন্দী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের চর কলমি ব্রিজ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে মৃত নারীর নাম-পরিচয় পাওয়া না গেলেও মরদেহের আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়স হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শশীভূষন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, সকালে কলমি ব্রিজের দক্ষিণ পাশের খালের মধ্যে একটি নারীর ভাসমান মরদেহ দেখে আমাদেরকে কল করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে লাশের কোনো নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এসআইএইচ