ভোলায় পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক হয়েছেন ইউসুফ নামের (২৫) এক যুবক। আটক ইউসুফের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
জানা গেছে, আটক ইউসুফ চট্রগ্রাম জেলার ভোজপুর উপজেলার পৌর চিকনচারা গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে।
ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ মে)সকাল সাড়ে ১১টায় খবর পান উপজেলার ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারি নামক স্থানে গাঁজা নিয়ে এক যুবক অবস্থান করছে। খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন ইলিশা ফাঁড়ি পুলিশ।
এ সময় উপজেলার ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারি পাকা সড়কের উপর একটি মাহেন্দ্র গাড়িতে ইউসুফের বহন করা একটি স্কুল ব্যাগ হতে ৫টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ইউসুফ এর কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ১ কেজি করে মোট ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
এসআইএইচ