ভোলার জংসন বাজারে আগুনে ১১ ব্যবসায়ী ‘নিঃস্ব’
উত্তর ভোলার গুরুত্বপূর্ণ ও বৃহত্তম বাজার ইলিশা জংশন বাজার। এই জংশন বাজারে বুধবার (৩ মে) গভীর রাতে ফের আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ব্যবসায়ীরা।
জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ইলিশা জংশন বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে ছোট-বড় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হৃদয় মেশিনারিজ নামের একটি দোকানে। হৃদয় মেশিনারিজ দোকানের স্বত্বাধিকারী রফিক জানান, রাত ২টার দিকে আমার দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান শিখায় আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রফিক বলেন, আমার দোকানে কৃষি কাজে ব্যবহৃত পার্টস ছিল প্রায় এক কোটি টাকার। সব মিলে হৃদয় মেশিনারিজের দুই কোটি টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আগুন লেগেছে এমন খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সব্বোর্চ চেষ্টা করেছি আগুণ নিয়ন্ত্রণে আনতে এবং ব্যবসায়ীদের মালামাল যতটুকু সম্ভব নিরাপদে পৌঁছে দিতে।
তিনি আরো বলেন, অনেক সময় আগুন লাগলে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল হরিলুট হয়ে হয়ে যায় আমি ফোর্স দিয়ে চেষ্টা করেছি কোনো মালামাল যেন হরিলুট না হয় সেদিকেও আমারা কার্যকরি ভূমিকা পালন করেছি।
এ ব্যাপারে ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সুমন জানান, আমাদের ২টি ইউনিটের চেস্টায় ১ ঘণ্টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে বেশ কয়েক বার ইলিশা জংশন বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। গত তিন বছর আগেও বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। সেই সময় আগুনে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়েছিল ২৫ ব্যবসায়ী। তবে কীভাবে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা আগুনের সূত্রপাত কীভাবে হয় আদৌ তার সহস্য উদঘাটন হয়নি।
এসআইএইচ