ভোলা নর্থ-১ গ্যাস কূপে অগ্নি প্রজ্জ্বলন, চলছে পরীক্ষামূলক উত্তোলন
ভোলা নর্থ-১ ইলিশা গ্যাস কূপে অগ্নি প্রজ্জ্বলিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু করেছে বাপেক্সের তত্ত্বাবধায়নে থাকা রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম।
১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর থেকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী। দেখছে আশার স্বপ্নও।
এ বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী ঢাকাপ্রকাশ-কে বলেন, ইলিশা নর্থ-১ কূপে গ্যাসের সন্ধান মিলেছে। তবে এই মুহূর্তে পরীক্ষা চলছে। আনুষঙ্গিক আরও অনেক কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হলে গ্যাসের মজুদ, দৈনিক উত্তোলন এবং ফ্লোরের বিষয়টি নিশ্চিত করা যাবে।
এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। তবে বাপেক্স জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে বাপেক্স।
ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমান ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।
এর আগে গত ৯ মার্চ ভোলা নর্থ ১ নামে এ কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স।
গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।
বাপেক্স ভূ-তাত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, ভোলা নর্থ-১ কূপে এখন পরীক্ষা মূলক কাজ চলছে। এ কূপে মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে।
/এএস