বরগুনায় ১০০ বস্তা ভিজিএফের চাল জব্দের ঘটনায় মামলা

বরগুনার বেতাগীতে জেলেদের বরাদ্দের ১০০ বস্তা ভিজিএফের চাল জব্দের ঘটনায় থানায় মামলা করেছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার (৪ এপ্রিল) এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন বেতাগীর মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।
মামলার আসামি কবির হাওলাদার মোকামিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাতো ভাই।
জাটকা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল মজুত রাখার অভিযোগে গত ২ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের ভাই কবির হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বস্তা চাল জব্দ করে মৎস্য বিভাগ।
জেলেরা জানায়, গত ৩১ মার্চ মোকামিয়া ইউনিয়নের সব ওয়ার্ডে জেলেদের চাল বিতরণ সম্পন্ন হলেও ২নং ওয়ার্ডের অনেক জেলেকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি করে চাল দেওয়া হয়। জেলেরা তাদের প্রাপ্য চাল পেতে এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কবির হাওলাদারের বাড়ি থেকে ১০০ বস্তা চাল পাওয়ায় তার নামে মামলা হয়েছে। দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজি
