জনসম্মুখে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা তরিকুল ইসলাম সুমন (৪২)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতা সুমন শীতলপাড়া গ্রামের মো. আমজেদ হাওলাদেরর একমাত্র ছেলে ও সাবেক সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর মোসা. শিউলী আক্তারের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন তার কয়েকজন বন্ধু নিয়ে বুধবার (৫মার্চ) রাত ১০টায় হাসপাতাল রোডস্থ তমাল পট্টি এলাকায় চা-নাস্তা খেয়ে তমালের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে ৩/৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে সুমনকে এলোপাতারি দেশীয় রামদা ও চাপাতি দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে সুমন দৌড় দিয়ে মাসুদের পেট্রোলের দোকানের ভিতরে ঢুকে। সন্ত্রাসীরাও তার পিছু নিয়ে মাসুদের পেট্রোলের দোকানে ঢুকে সুমনের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে তাকে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। পরে নির্বাক জনতা যুবলীগ নেতা সুমনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মুহম্মদ আতাউর রহমান বলেন, খুনের রহস্য তারা বের করতে তদন্ত শুরু করেছেন। খুব শিগগিরই রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে। রাত পৌনে ১১টায় সুমনের মরদেহ নলছিটি থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।
এসআইএইচ
