'বিএনপি ক্ষমতায় এলে দেশে অর্থনৈতিক বিপর্যয় হবে'
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে। বিগত সময় বিএনপি ও তাদের জোট সরকার ক্ষমতায় আসার পরে স্বাধীনতা বিরোধী চক্র এদের কাধে ভর করেছিল এবং এরা পাকিস্তানের প্রতাত্মা হিসেবে কাজ করেছে।
বর্তমানে সেই পাকিস্তান এখন অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় এসে দাড়িয়েছে এবং বিএনপি ও তাদের জোট আবারও ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছে। এরা ক্ষমতায় এলে দেশকে আবারও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করবে দেশে আবারও সন্ত্রাস জঙ্গীবাদের উত্থান ঘটবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে পুনরায় ক্ষমতায় এনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আউস কৃষি প্রনোদনা কর্মসূচির সার বীজ বিতরণ, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা, জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে আর্থিক সহায়তার চেক এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন সুফলভোগী ইলিশ আহরণকারী জেলেদের জীবনমান উন্নয়নে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ এবং কৃষক পারভেজ মৃধা বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় ২০২২-২৩ অর্থ-বছরে খরিপ-১ মৌসুমে উপসি আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক জেলায় ২০ হাজার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। ২০ হাজার কৃষক বিঘা প্রতি চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রনোদনা হিসেবে পাবে।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১ বছরে ১০০ জন থেকে ২০৪ জনে উন্নীত করে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী প্রতি ৫০ হাজার টাকা করে ১ কোটি ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়াও একই দপ্তরে সমাজকল্যান পরিষদের অর্থায়নে ১০৫ জনকে আর্থিক সহায়তা বাবদ ৫ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলে পরিবারকে জীবন মান উন্নয়নের জন্য ৪০টি বকনা বাছুর প্রদান করা হয়েছে।
এএজেড