বাউফলে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি
পটুয়াখালীর বাউফলে সংঘর্ষের পর ৭২ ঘণ্টা যেতে না যেতেই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। গত ১৭ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ গ্রুপের নেতা-কর্মীদের হাতে আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়াম্যান আবদুল মোতালেব হাওলাদার। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের পক্ষে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সহ-সভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর হোসেন।
অপরদিকে একই দিনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন ও পৌর শহরে দিনভর নানা কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এমপি গ্রুপের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশ) মো. আনিছুর রহমান।
তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আবদুল মোতালেব হাওলাদার গ্রুপের তালুকদার মো. জাহাঙ্গীর বলেন, এমপি আ স ম ফিরোজ সাহেবের গ্রুপ বিএনপি-জামায়েতের নৈরাজ্যের নামে আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে পাল্টা কর্মসূচি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা যেকোনো মূল্যে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করব। আমাদের কর্মসূচির বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান বলেন, আমরা শুনেছি একটি কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা ওই কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো পাল্টা কর্মসূচি ঘোষণা করিনি। আমরা কর্মসূচি ঘোষণা করেছি বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে শান্তি সমাবেশ ঘোষণা করেছি। মঙ্গলবার দিনভর সকল ইউনিয়ন ও পৌর শহরে এ কর্মসূচি পালন করা হবে। আমরা এ বিষয়টি ইউএনও, ওসি, ডিসি ও এসপিকে অবহিত করেছি।
এ ব্যাপারে কথা বলার জন্য বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘এক পক্ষের চিঠি পেয়েছি। অপর পক্ষের চিঠি এখনও পাইনি।’
উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ গ্রুপের হামলার শিকার হন দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতা-কর্মী। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করলেও ফের দুই পক্ষের একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে শহরে আতঙ্ক দেখা দিয়েছে।
এসআইএইচ