নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারি আলতাফ চৌধুরীর
ইলেকশন চুরি করার মেশিন ইভিএম। এই মেশিন কে অবশ্যই বাদ দিতে হবে। অন্যদিকে দেশে বর্তমান নির্বাচন কমিশন বেহুদা-অপদার্থ। এই নতজানু কোমরভাঙা কমিশন দিয়ে নির্বাচন হবে না। কজেই এই কমিশন ভেঙে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই দাবি মেনে নিলে অবশ্যই বিএনপি নির্বাচন করবে। আর যদি এ দাবি না মান হয়- তহলে সরকারের সাথে কোন ডায়লগও নেই, আর নির্বাচনও করতে দেবো না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবীতে বরিশাল মহানগর বিএনপির অনুষ্ঠিত সবামেশ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সমস্ত রাজ বন্দীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে যত মিথ্যা এবং গায়েবী মামলা আছে সব মামলাগুলো তুলে নিতে হবে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সদস্য এবায়দুল হক চান, মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।
এএজেড