রেডক্রিসেন্টের নির্বাচন নিয়ে উত্তাপ, ককটেল বিস্ফোরণসহ পাল্টাপাল্টি ধাওয়া
বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, মারধর, মোটরসাইকেল ভাঙচুর করা সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৮ টার দিকে বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রেডক্রিসেন্টের সামনের সড়কে টানানো কয়েকটি ব্যানার ছিড়ে ফেলা হয়েছে বলে দাবি করে এক গ্রুপ অপর গ্রুপকে ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের শিকার হন তারা। পরে রাত ৮টার দিকে একই গ্রুপ আবারও ওই এলাকায় আসলে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সুজন নামের একজন বলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবিরের প্রচারণা চালাতে আমিসহ কয়েকজন রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের লোকজন আমাদের রামদা ও লাঠি দিয়ে ধাওয়া করে। এ সময় আমরা দৌঁড়ে পালানোর চেষ্টা করি। পরে আমাদের দিকে তারা কয়েকটি ককটেল ছুড়ে মারে।
এদিকে এ ঘটনায় নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবির। তিনি বলেন, রেডক্রিসেন্ট হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নির্বাচনে এমন কর্মকাণ্ড থেকে বোঝা যায় নির্বাচন শান্তিপূর্ণ হবে না। তাই আমি এই নির্বাচন বন্ধের দাবি জানাই।
তবে এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি মো. আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (১৮ মার্চ) বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির স্থগিত হওয়া ২০২২ সালের ত্রিবার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এসআইএইচ