শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দ্বাদশ সংসদ নির্বাচন

বরিশালের মনোনয়ন প্রত্যাশীদের নীরব প্রতিযোগিতা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ আসনে ইতিমধ্যে সকল রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে নিরব প্রতিযোগীতা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লায়ও চলছে কানাঘুষা। এই আসনটি ধরে রাখতে ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অসংখ্য নেতা দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলে মাঠ গোছাচ্ছেন নিজেদের মতো করে। তার মধ্যে আবার আলোচনায় আছেন তরুণ নেতা-কর্মীরাও। ক্ষমতাসীন দল আওয়ামী লীগরে অভ্যন্তরীণ বিরোধকে কাজে লাগিয়ে আবার বিএনপির নেতা-কর্মীরাও নতুন ছক আঁকার চেষ্টা করছেন। তবে অনেকে মনে করেন, আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও বেশ শক্ত অবস্থা তৈরিতে ব্যস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বরিশাল সদর ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এবারও মনোনায়ন প্রত্যাশী। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনি বিজয়ী হয়েছেন। ওই নির্বাচনে ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট পেয়েছিলেন তিনি (জাহিদ ফারুক শামীম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছিলেন ৩১ হাজার ৩৬২ ভোট।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে মন্ত্রীর ঘনিষ্ঠ আরেফিন বাবু ঢাকাপ্রকাশ-কে বলেন, আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষে আমাদের মন্ত্রী বর্তমান বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম কাজ করে যাচ্ছেন। এ ছাড়াও তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায়। পূর্ণমন্ত্রী না হলেও প্রায় ৩২ বছর পর এই বরিশাল-৫ আসন থেকে কেউ মন্ত্রী হয়েছেন। আর সেটি হয়েছে সৎ, আদর্শ, গুণী ব্যক্তির কারণেই। তাই এই আসন থেকে আবার মনোয়ন নিয়ে পূর্ণমন্ত্রী হয়ে বরিশাল-৫ আসন তথা বাংলাদেশের জনগণের সেবা করে যাবেন তিনি (কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম)।

অন্যদিকে আওয়ামী লীগের অন্যান্যদের মধ্যে মনোনায়নপ্রত্যাশী বরিশাল-৫ আসনের সাবেক সাংসদ ও সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেনের সহধর্মিণী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, লঞ্চ মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সদর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ও বর্তমান চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

জেবুন্নেছা আফরোজের ভাষ্য, আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়টিকে কাজে লাগিয়ে পুনরায় আসনটিতে মনোনায়ন প্রত্যাশা করেন তিনি। তবে যাদের রাজনীতিতে কোনো অবদান নেই তাদের সঙ্গে দলীয় মনোনায়নের কোনো সর্ম্পক থাকতে পারে না বলে মনে করেন তিনি।

অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের ভাষ্য, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতিতে তিনি দলীয় আদর্শ ও নীতিতে বিশ্বাসী থেকে ওতোপ্রতভাবে জড়িত ছিলেন। তাই দল যদি চায় তবে তিনি আগামী সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে প্রার্থী হবেন।

সাইদুর রহমান রিন্টুর ভাষ্য, তিনি সব সময় আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং সব সময় বরিশালের জনগণের পাশে থাকেন। যদি ‘দক্ষিণাঞ্চলের অভিভাবক’ আবুল হাসানাত আব্দুল্লাহ চান তবে তিনি আগামী সংসদ নির্বাচনে মনোনায়ন চাইবেন।

এ ছাড়াও আওয়ামী লীগের তরুণ নেতৃত্বে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়বাত, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সালাহউদ্দিন রিপন ও আরিফিন মোল্লা।

এস এম জাকির হোসেন মনে করেন, বর্তমান তরুণ প্রজন্ম পারবে এই দেশের ভবিষ্যতকে উজ্জ্বল করতে। তরুণরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে। তাই এ সময় প্রয়োজন তরুণ নেতৃত্ব। তরুণদের প্রচেষ্টা ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এদিকে তরুণ ও ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা নেতা হিসেবে বরিশালে সুপরিচিত ব্যক্তি তিনি (এস এম জাকির হোসেন )।

মনোনয়ন প্রত্যাশী আরেফিন মোল্লা জানিয়েছেন, জম্ম সূত্রে তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। তবে বর্তমনে বরিশালে দলীয় কোনো পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য ছিলেন। তবে তার বাবা ও মা ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী। আজ পর্যন্ত বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যারা সংসদ সদস্য হয়েছেন তারা কেউ জম্ম সূত্রে বরিশালের সন্তান নন বলে দাবি করেন তিনি।

এ আসনটিতে বিএনপির মনোনায়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন- দলের যুগ্ম মহাসচিব চার বারের সাবেক এমপি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন এবং কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ।

বিএনপি দলীয় সূত্র বলছে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন মজিবর রহমান সরোয়ার । তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এগিয়ে থাকলেও সর্বশেষ সিটি নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বেশ সমালোচনার মুখে পড়েছেন। এ সময় গোপন চুক্তির বিনিময়ে মাঠ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগের কারণেই তাকে সম্প্রতি সময়ে মহানগর বিএনপির সভাপতির পদ হারাতে হয়েছে।

এ বিষয়ে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বরিশাল বিএনপির ঘাঁটি। সিটি নির্বাচনে চুরি নয়, ডাকাতি করে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলের প্রার্থীর একযোগে নির্বাচন বর্জন। তবে দ্বাদশ জাতীয় নির্বাচন প্রশ্নে দল যে সিদ্ধান্ত দেবে সেটাই মাথা পেতে নেব।’

বিলকিছ জাহান শিরিনের ভাষ্য, বরিশালের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই দলের আনুগত্য থেকে নিবেদিত হয়ে দুঃসময়েও পাশে ছিলেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে বরিশাল-৫ আসনে নিজের যোগ্য হিসেবে মনোনয়ন চাইছেন তিনি।

জাতীয় পার্টির মনোনায়নপ্রত্যাশী যারা রয়েছেন তারা হলেন মহানগর জাপার সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কে এম মতুর্জা আবেদীন।

প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের ভাষ্য, জাতীয় পার্টির একটি শক্তিশালী অবস্থান রয়েছে বরিশালে। তাই জনপ্রতিনিধি নির্বাচনে দলীয় সমর্থন পেলে বরিশাল-৫ আসন থেকে লরতে চান তিনি ।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের মেঝ ভাই মুফতি সৈয়দ ফয়জুল করীমও রাজনীতির মাঠ গোছাচ্ছেন। বরিশাল-৫ আসনে ইসলামী দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একাই মনোনয়ন প্রত্যাশী। তার দাবি, আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। বিগত ১৩ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এবারও ক্ষমতাসীনরা জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চায়। কিন্তু জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তাই বর্তমান সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চান তিনি (আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম)।

এ ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক আ. ছত্তারও নির্বাচন করার আভাস দিয়ে যাচ্ছেন।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় ভোটার সংখ্যা আগের থেকে আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান তালিকা অনুযায়ী- বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ২৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭৯ এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৫১ জন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি।

এসআইএইচ

Header Ad
Header Ad

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই: উপাচার্য হাছানাত আলী

অধ্যাপক হাছানাত আলী। ছবি: সংগৃহীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বছর থেকে ক্লাস শুরু করতে চেয়েছিলেন উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। দায়িত্ব নিয়ে তিনি সেই ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সাড়া পাননি। আর এতেই হতাশা নিয়ে ফেসবুকে ‘মেধার চর্চা করতে চাই’ শিরোনামে দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক হাছানাত আলী তার ব্যক্তিগত ফেসবুকে পোস্টটি করেন।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‌‘অনেক আশা নিয়ে গত অক্টোবর মাসের ৭ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করার পর তৎকালীন শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এবছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর উৎসাহে অনুপ্রাণীত হয়ে আমি যোগদানের ঠিক ১০ দিনের মাথায় গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর চারটি অনুষদের অধীনে ৬টি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন চেয়ে আবেদন করেছিলাম।

আশায় ছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনক্রমে চলতি শিক্ষা বছর থেকেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব।

একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নওগাঁ শহরে ৭তলা বিশিষ্ঠ একটি অস্থায়ী একাডেমিক ভবনের ব্যবস্থাও করে রেখেছিলাম। নওগাঁর একজন দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় এক হাজার পাঠ্য পুস্তক সম্বলিত একটি লাইব্রেরি ও ৫০টি কম্পিউটার সম্মৃদ্ধ একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার সকল প্রস্ততি নিয়ে রেখেছিলাম। একটি ব্যাংকের আর্থিক সহায়তায় ৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ক্লাস রুমের জন্য ৬টি ল্যাপটপ সংগ্রহ করার প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন করে ফেলেছি। অন্য আরেকটি ব্যাংকের সহায়তায় একটি স্টাডি সেন্টার ও আরেকটি ব্যাংকের সহায়তায় আইটি সেন্টার স্থাপনের প্রস্তাবটি সংশ্লিষ্ট ব্যাংক দু’টির সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট গঠনের কাজ শেষ করে ফেলেছি। ৫০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান তৈরীর কাজ শুরু করেছি। এ লক্ষ্যে একটি লিখিত প্রস্তবনা ইউজিসিতে দাখিল করেছি। গত আড়াইটি মাস দিনরাত একাকার করে কাজ করেছি, শুধু শিক্ষক হিসেবে ক্লাসরুমে ফিরে যাব বলে। আমার বড় পরিচয় আমি একজন শিক্ষক।

আমি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই। অত্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার জানা যে, গত ১৮টি বছর বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে।

প্রকাশ্যে প্রতিজ্ঞা করছি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করব, মেধাবীরা শিক্ষক হবেন, মেধার চর্চা হবে। আমি হাল ছাড়িনি, আশাহতও হইনি, বুকভরা আশা নিয়ে এখনও একটি ভালো সংবাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিকে তাকিয়ে আছি।’

Header Ad
Header Ad

সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাট বাজার বানিয়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

আবুল কালাম আজাদ পোস্টে লেখেন, ‘কিছু লোক সরকারকে কঠোর হতে বলে আবার সামান্যতম কঠোর হলে গেল গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক।’

বিষয়টি পরিষ্কার করা দরকার জানিয়ে তিনি বলেন, ‘কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে। তা-ও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিগগিরই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডই পর্যালোচনা করা হবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে।’

সাংবাদিকদের কাজ আরও সহজ হবে জানিয়ে উপ প্রেস সচিব বলেন, ‘এটা এখন ওপেন সিক্রেট, বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল। সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তে দালাল ছাড়া কারও শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি, এটা সাংবাদিকদের কাজ আরও সহজ করবে। এখন সাময়িক অসুবিধা হলেও চূড়ান্ত বিচারে এটা সবাইকে সহযোগিতা করবে। এ জন্যই সবার সহযোগিতা চাওয়া হচ্ছে।’

অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক অগ্নিকাণ্ডে রাষ্ট্রের একটা বিপর্যয় হয়েছে, এটা মানতে কারও দ্বিধা থাকার কথা নয়। এ জন্য উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দিয়ে একসঙ্গে কোনো ঘটনার তদন্ত করা হয়নি।’

সংবাদিকদের সহযোগিতা চেয়ে আবুল কালাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতায় বিশ্বাসী বলেই এই ধরনের কমিটি করা হয়েছে। সাংবাদিকদের দূরে রেখে তদন্ত কাজ চালানো হবে বলে যারা আবোল-তাবোল বকছেন, এরা মারাত্মক ভুলে আছেন। আমাদের বিশ্বাস, সাংবাদিকরাও বিষয়টি উপলব্ধি করবেন এবং চলমান পরিস্থিতিতে সরকারকে সহযোগতিা করবেন।’

এর আগে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে নানা মহলে সমালোচনা শুরু হলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ওই আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাতিল করা বিভিন্ন শ্রেণির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আবদুল গণি রোড, ঢাকায় স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়। ছবি: সংগৃহীত

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, ‘সুপ্রিয় সাংবাদিক ভাইবোন, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যুকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়।

পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই: উপাচার্য হাছানাত আলী
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে: রিজভী
ইউপি সদস্যকে ধর্ষণ, পরে মুখে বিষ ঢেলে হত্যা!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে
ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত, পালিয়েছে অন্তত ৬ হাজার বন্দি
আজ বন্ধুকে কল করার দিন
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৭ জন নিহত
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৬ বাংলাদেশি জেলে
সচিবালয়ের সকল বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকেরাও
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
দুর্নীতিবাজদের ফাইলগুলো পুড়ে গেছে : রুহুল কবির রিজভী
শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির
শেখ হাসিনাকে ‘নারী’ বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা
সূর্যের সবচেয়ে কাছে মানুষের তৈরি যান
বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে: জামায়াত আমির