সমাবেশে আসতে পথে-ঘাটে হেনস্তার অভিযোগ
বরিশালে বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে যোগ দেওয়া নেতাকর্মীরা পথে-ঘাটে হেনস্তা হওয়ার অভিযোগ তুলছে আওয়ামী লীগের নেতাদের উপর। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট রয়েছে বলে জানান এই নেতারা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরিশাল নগরীরর বঙ্গবন্ধু উদ্যানে সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে তাবুর নিচে কেউ গামছা বিছিয়ে শুয়ে আছে, আবার উদ্যানের গাছের নিচে বসে চিড়া খেতে দেখা গেছে অনেককে।
এছাড়া বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতারা বড় বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। অন্যদিকে আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করতে নগীরর বিভিন্ন সড়কে মটসাইকেলে সোডাউন, র্যালী করছেন বরিশাল মহানগর ও জেলার নেতারা।
ভোলার দৌলাতখান সৈয়দ পুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার ঢাকাপ্রকাশকে বলেন, আমি ভোলার দৌলাতখান থেকে আসছি। ভেদুরিয়া ঘাটে আসার পরে আমাদের অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতারা। আমরা স্পিড বোর্ডে ওঠার পরে আমাদের দিকে লাঠি ছুড়ে মারছে। ঘাট দিয়া নৌকা, ট্রলার, লঞ্চ কিছুই ছাড়তে দেয় নাই। খুব কষ্ট করে এই পর্যন্ত আসছি।
গেীরনদী মাহিলার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পদাক সজল সরকার ঢাকাপ্রকাশ-কে বলেন, প্রতেকটা স্টান্ডে আমাদের বাঁধা দিয়েছে। আমরা কেউ সাইকেলে, ভ্যানে, রিক্সায় যার-যার মতকরে সমাবেশে আসছি।
বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের গণপরিবহন গুলো বন্ধ করে দিয়েছে ৩ তারিখ থেকেই। মিডিয়ায় প্রচার করেছে ৪ তারিখ থেকে বন্ধ করবে। পরে দেখি নৌ-পথও বন্ধ; তাই আমারা ভেঙে ভেঙে বিভিন্ন মাধ্যেমে এই পর্যন্ত আসছি।
এদিকে পটুয়াখালী থেকে সমাবেশস্থলে প্রায় ৩ হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত বিএনপি সমর্থক ও নেতারা। তবে রাতের মধ্যেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সামবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। পথে যাতে নেতাকর্মীরা হেনেস্থা না হয় সে জন্য প্রশাসনেক অনুরোধ করেছেন বরিশাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এদিকে দুই দিন আগেই সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা মাঠের চারপাশে গাছতলা, তাবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যার সামর্থ অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন। তবে এই দুই তারা মাঠের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাবেন বলে জানিয়েছেন উপস্থিত বিএনপির সমর্থকরা। উল্লেখ্য, গত বুধবার (২ নভেম্বর) বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিএনপি।
এএজেড