২৪ ঘন্টায়ও বিদ্যুৎ পায়নি বরগুনার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দুদিন টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া শেষে ঝলমলে রোদের দেখা মিলেছে বরগুনায়। তবে এখানকার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও রয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়।
পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, গত ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। আবহাওয়া ভালো হলেও কর্তৃপক্ষ ঢিলেঢালা ভাবে মেরামতের কাজ করছেন। দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি গ্রাহকদের।
অপরদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, বিচ্ছিন্ন সংযোগ মেরামতের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে বলে আশাবাদী তারা।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আকবর আলী শেখ বলেন, ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে ক্রটি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় লাইনের ওপর গাছ আছে। সেগুলো পুরোপুরি অপসারণ করা হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।
এএজেড