কোটি টাকার নিষিদ্ধ পাইজাল পুড়িয়ে ধ্বংস

ভোলায় লালমোহনের মঙ্গল সিকদার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার নিষিদ্ধ পাইজাল জব্দ করে জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অভিযানে সহায়তা করেন র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
অভিযানে ভোলার লালমোহনের মঙ্গল সিকদারের বাতিরখাল এলাকার মেঘনা নদী থেকে ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাইজাল জব্দ করা হয়। প্রায় কোটি টাকা মূল্যের জব্দকৃত জাল আগুন দিয়ে পোড়ানো হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার বলেন, এসব পাইজালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ্য ২৯-৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫-২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসজি
