দুমকিতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, উত্তেজনা

পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ কর্মসূচির কারণে উভয় দলের নেতা-কর্মীদের মাঝে মৃদু উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির আহবায়ক মো.খলিলুর রহমান ও সদস্য সচিব মো.সাইফুল আলম মৃধার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুল রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, সদস্য এডভোকেট মজিবুর রহমান টোটনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
একই সময়ে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে উপজেলা আওয়ামী যুবলীগ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন এর নেতৃত্বে উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়।
আওয়ামী লীগ-বিএনপির এমন মুখোমুখি অবস্থান ও পাল্টা-পাল্টি কর্মসূচিতে উভয় দলের নেতা-কর্মীদের মাঝে মৃদু উত্তেজনার সৃষ্ট হয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শহরের নসিব সিনেমা চত্বরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগ। অপর দিকে গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এএজেড
