বরগুনায় ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

বরগুনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, বরগুনা পৌর শহরের সদর রোড, কাজী নজরুল ইসলাম সড়ক ও বাজার রোড এলাকায় নিত্যপণ্য, ডায়াগনস্টিক সেন্টার, সার ও কীটনাশকের দোকান এবং হোটেলে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বিক্রির অপরাধে লাইফ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে লিজা এন্টারপ্রাইজকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য রাখায় মা ট্রেডার্সকে ৫ হাজার এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসজি
