বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গৌরনদী উপজেলার টরকীতে এ ঘটনার পর বাস দুটি মহাসড়কের উপর থাকায় উভয় প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে থানা পুলিশ। তবে এক চালকসহ গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, ‘বেপারী পরিবহন’এর একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে ভুরঘাটার দিকে যাচ্ছিল ‘চাকলাদার ক্লাসিক’ নামে একটি লোকাল বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অতিক্রমকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
বিকাল সাড়ে ৪টায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অতিক্রমকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে রেকার দিয়ে বাস দুটিকে পাশে সরিয়ে রাখলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৫ জন আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
টিআর
